এক ম্যাচে তিন জনের হ্যাটট্রিক। উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসের হকিতে নিজেদের অভিযান শুরু করল ভারত। রবিবার পুরুষদের খেলায় ম্যাচের প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল ভারত। ম্যাচে হ্যাটট্রিক করেন মনপ্রীত সিং, ললিত কুমার এবং বরুণ। যে কোনও এশিয়ান গেমসের ম্যাচে প্রথম ম্যাচে এটা ভারতের রেকর্ড গোলে জয়।
এদিন ম্যাচে সাত মিনিট থেকে শুরু হয়েছিল ভারতের গোল বন্যা। যা শেষ হল ৫৭ মিনিটে গিয়ে। এরমধ্যে ১৮, ২৭ এবং ২৮ মিনিটে গোল করে ম্যাচের প্রথম হ্যাটট্রিক করেন মনদীপ সিং। উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০ গোলে জিতলেও, এই ম্যাচে লাল কার্ড দেখেন ভারতের গুরজিৎ সিং। ফলে শেষ পাঁচ মিনিট ১০ জনে খেলে ভারত।
এরআগে, এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট বাংলাদেশ আট উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। রবিবার প্রথম ব্যাট করে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৭ রান দিয়ে চার উইকেট নেন ভারতের পূজা ভাস্তাকর। জবাবে ব্যাট করতে নেমে ৭০ বল বাকি রেখেই ফাইনালে উঠল ভারত। ২০ রান করে অপরাজিত থাকেন জেমাইমা। ফলে এখন সোনার স্বপ্ন ভারতীয় ক্রিকেটারদের চোখে।