শুটিংয়ে ফের সোনার সংসার। বৃহস্পতিবার এশিয়ান গেমসে ভারতকে ষষ্ঠ সোনা এনে দিলেন সরবজিৎ সিং, অর্জুন সিং চিমা এবং শিবা নারওয়াল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে সোনা জিতল ভারত। ১৭৩৪ পয়েন্ট নিয়ে সোনা জিতলেন ভারতের তিন শুটার। এই ইভেন্টে রুপো চিনের।
এরআগে, এশিয়ান গেমসের শুরুতে ভারতকে পদক এনে দেন রোশিবিনা দেবী। উসুতে রুপো জিতেছেন ভারতের এই অ্যাথলিট। ৬০ কেজি বিভাগে ৬০ কেজি বিভাগে রোশিবিনা দেবী নাওরেম জিতেছেন রুপো । এই নিয়ে ভারতের ঝুলিতে এখন ২৩টি মেডেল।
তবে এই আনন্দের দিনেও খারাপ খবর টেবল টেনিস থেকে। মিক্সড ডবলসে হেরে বিদায় নিয়েছে ভারত। বৃহস্পতিবার ব্যাডমিনটনে এশিয়ান গেমসে অভিযান শুরু করবেন পিভি সিন্ধু।