ফের চিনের মাটিতে ভারতের গৌরব গাথা। এবার প্যারা এশিয়াডে রেকর্ড ১১১টি পদক জয় ভারতের। ক্রিকেটকে ছাড়াই এই নজির তৈরি করলেন ভারতীয়রা। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি চিনের মাটিতে এশিয়ান গেমসে ১০০ পদকের স্বপ্ন ছুঁয়েছিলেন ভারতীয়রা। ক্রিকেট-সহ পদক জয়ের সংখ্যা ছিল ১০৭। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।
প্যারা এশিয়াডে ২৯টি সোনা, ৩১টি রুপো এবং ৫১টি ব্রোঞ্জ জিতেছে ভারত। এবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩০৯ জন ভারতীয়। পদক তালিকায় পঞ্চম এবং মোট পদকের নিরিখে চতুর্থ হয়েছে ভারত। এর আগে জার্কাতায় ভারত পদক জিতেছিল ৭২টি। যার মধ্যে সোনা এসেছিল ১৫ ইভেন্টে।
২০১০ সাল থেকে শুরু হয়ে প্যারা এশিয়াডের আসর। প্রথমবারও ভাল ফল করেছিলেন ভারতীয়রা। প্রথম স্থানে শেষ করেছে আয়োজন চিন। তারা ২১৪টি সোনা, ১৬৭ রুপো এবং ১৪০টি ব্রোঞ্জ জিতেছে তারা। মোট ৫২১ পদক জিতেছে চিন।