প্রথমবার FIDE দাবা বিশ্বকাপে ফাইনালে প্রবেশ করেন কোনও ভারতীয়। কিন্তু শেষ রক্ষা হল না। দাবা বিশ্বকাপের ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে টাইব্রেকারে হারলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বকাপের ফাইনালে প্রথম ক্লাসিক্যাল গেম ড্র করে চমকে দেন ভারতের এই ১৮ বছরের তারকা। দ্বিতীয় গেমও বুধবার ড্র হয়। বৃহস্পতিবার টাইব্রেকারে ম্যাগনাস কার্লসেন ২.৫-১.৫ পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হন।
টাইব্রেকার প্রথম ব়্যাপিড রাউন্ডে রক্ষণাত্মক খেলেন দুই প্রতিযোগীই। স্নায়ুর লড়াইয়ে একে অন্যকে টেক্কা দিতে থাকেন। একটি চাল দিচে সাড়ে ৬ মিনিট সময় লাগান প্রজ্ঞা। সেখানেই সময়ে পিছিয়ে পড়েন তিনি। সময়ের অভাবে চালে ভুল করেন। তারই সুযোগ নেন কার্লসেন। প্রজ্ঞার সময় ১০ সেকেন্ডের নিচে নেমে যায়। আর ফিরতে পারেননি ভারতীয় দাবাড়ু।