মঙ্গলবার দিনভর হতাশা মধ্যেই চিন থেকে এখনও পর্যন্ত একটি রুপো জিতলেন ভারতের নেহা ঠাকুর। জল থেকেই এল তাঁর পদক। সেইলিংয়ে ভারতকে পদ এনে দিলেন উনিশ বছরের এই অ্যাথলিট। মহিলাদের ডিঙ্গি ইভেন্টে পদক জিতলেন তিনি। নেহার পদক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজেজু।
এরআগে হকিতে আবার ১৬ গোলের নজির। এশিয়ান গেমস হকিতে নয়া রেকর্ড ভারতের। উজবেকিস্তানকে হারানোর পর মঙ্গলবার ১৬-১ গোলে সিঙ্গাপুরকে হারল ভারত। একইসঙ্গে গ্রুপের শীর্ষে থাকল হরমনপ্রীতরা। এদিন ম্যাচের হাফটাইমে ৬-০ গোলে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে আরও ১০টি গোল হয়।
আরও পড়ুন : এশিয়ান গেমসে জোড়া পদকের স্বপ্ন দেখাচ্ছে বঙ্গ তনয়া প্রণতি
সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের বারো মিনিটে খাতা খোলেন মনদীপ সিং। এরপর কার্যত মিনিটে মিনিটে ব্যবধান বাড়ায় ভারত। হাফটাইমে সিঙ্গাপুরের উপর হাফডজন গোলে বোঝা চাপিয়ে ড্রেসিংরুমে ফেরে ভারতীয় দল। এরমধ্যে জোড়া গোল করেন মনদীপ সিং। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে তিন মিনিটের ব্যবধানে পরপর গোল ভারতীয় দলের।