এশিয়ান গেমসে পদক জয় শুরু ভারতের। রবিবার শুটিং থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিন কন্যা। এরমধ্যে রয়েছে বাংলার মেহুলি ঘোষ। এদিন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জিতল ভারতীয় দল। এই দলে রয়েছে রমিতা, মেহুলি ঘোষ এবং অশি চৌকসি। রুপো এসেছে ডবল স্কাল ইভেন্টেও। ভারতের হয়ে রুপো জিতেছেন অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং। এই দুটি ইভেন্টে সোনা চিনের।
চার বছর আগে ৭০টি পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করেছিল ভারত। ১৯৫১ থেকে এখনও পর্যন্ত এটাই ভারতের সেরা পদক জয়। এবার লক্ষ্য ১০০।
এই বছরও টেবল টেনিস এবং ব্যাডমিনটনে পদকের সম্ভাবনা আছে। এছাড়াও কুস্তি, বক্সিংয়ে অ্যাথলিটদের দিকে তাকিয়ে দেশবাসী। তবে এবার চমক ক্রিকেট। মেয়েরা ইতিমধ্যেই সেমিফাইনালে উঠছে। দু দিন পর অভিযান শুরু করবেন রিঙ্কু সিংরা। তবে প্যারিস অলিম্পিকের আগে হকি সবচেয়ে বড় আশার জায়গা ভারতের। ছেলেদের হকিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান।