রুপোর পর এবার ব্রোঞ্জ। চিনের জল থেকে ফের পদক জিতল ভারত। এবার ছেলেদের সেইলিংয়ের পদক জিতলেন ভারতের ইবাদা আলি। উত্তরপ্রদেশের এই অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ইবাদাদকে শুভেচ্ছা জানিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াও।
মঙ্গলবার দিনভর হতাশা মধ্যেই চিন থেকে এখনও পর্যন্ত একটি রুপো জিতছিলেন ভারতের নেহা ঠাকুর। জল থেকেই এল তাঁর পদক। সেইলিংয়ে ভারতকে পদ এনে দিলেন উনিশ বছরের এই অ্যাথলিট। মহিলাদের ডিঙ্গি ইভেন্টে পদক জিতলেন তিনি। নেহার পদক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজেজু।