হকিতে (Indian Hockey Team) এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারত (Asian Games 2023)। বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারাল দক্ষিণ কোরিয়াকে (South Korea)। মনদীপ সিং, হার্দিক সিং, অমিত রুইদাস, ললিত উপাধ্যায় ও অভিষেক গোল করেন। অন্য সেমিফাইনালে চিন ও জাপান ম্যাচে যে বিজয়ী, তাঁদের বিরুদ্ধেই নামবে ভারত।
বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে ভারত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম পাঁচ মিনিটে গোল করেন হার্দিক সিং। ১১ মিনিটে দ্বিতীয় গোল করেন মনদীপ সিং। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার এক সেকেন্ড আগে তিন নম্বর গোল করে ভারত।
আরও পড়ুন: এশিয়ান গেমসে ফের পদক, বক্সিংয়ে রুপো জয় লাভলিনার
দ্বিতীয় কোয়ার্টারে ততটাই খারাপ খেলে ভারত। দক্ষিণ কোরিয়া শুরুতে এই গোল শোধ করে। পেনাল্টি কর্নার থেকে গোল করে দক্ষিণ কোরিয়া। কিন্তু ভারতের হয়ে ব্যবধান বাড়ান অমিত রুইদাস। আক্রমণ সামলাতে গিয়ে বক্সে ফাউল। পেনাল্টি কর্নার থেকে ৪-২ গোল করেন অমিত।