ক্রিকেটের বদলা হকিতে। ভুবনেশ্বরে বিশ্বকাপ হকিতে ভারতকে শুটআউটে পাঁচ-চার গোলে হারিয়ে সেই বদলা নিল নিউজিল্যান্ড। ক্রশওভার ম্যাচে এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। নির্ধারিত চার কোয়ার্টারে ম্যাচের ফল ছিল ৩-৩। ৬০ মিনিটের ম্যাচে, ৪০ মিনিট পর্যন্ত ভারত এগিয়ে ছিল ৩-১ গোলে। সেখান থেকে ম্যাচে ফেরে কিউইরা। ম্যাচ গড়ায় শুটআউটে। সেখানেও ম্যাচের ফয়সালা না হওয়ায় সাডেনডেথে ভারতকে হারিয়ে বিশ্বকাপ হকির কোয়ার্টার ফাইনালে উঠল নিউজিল্যান্ড।
তুলনায় এবার অনেক সহজ পুল পেয়েছিল আয়োজক দেশ। কিন্তু ইংল্যান্ডের কাছে আটকে গিয়ে সব কৌশল ঘেঁটে যায় ভারতীয় দলের। এরমধ্যে মাঝমাঠে হার্দিক সিংয়ের ছিটকে যাওয়া আরও চাপ বাড়ায়। তাতেও কিউইদের বিরুদ্ধে ম্যাচে ১৭ মিনিটে ললিত কুমারের গোলে এগিয়ে যায় ভারত। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান সুখজিৎ। ২৮ মিনিটে ব্যবধান কমায় নিউজিল্যান্ড।
৪০ মিনিটে ভারত ৩-১ করতেই আশা তৈরি হয়। রায়পুরে নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেটে সিরিজ জিতেছে ভারত। পড়শি ভুবনেশ্বরেও প্রায় সেই আশাই দেখছিলেন হকি প্রেমীরা। কিন্তু ৪৩ ও ৪৯ মিনিটে পর পর দুটি গোল করে ম্যাচ ফেরে নিউজিল্যান্ড। সেখান থেকেই ম্যাচ গড়ায় শুটআউটে। যদিও এই ম্যাচে অনেক পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। তা থেকে মাত্র দুটি গোল হয়।