জোড়া হ্যাটট্রিকে এক ডজন গোল। এশিয়াড হকিতে এবার বাংলাদেশকে ১২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারত। ম্যাচে হ্যাটট্রিক অধিনায়ক হরমনপ্রীত এবং মনদীপ সিংয়ের। এই নিয়ে গ্রুপের ম্যাচে মোট ৫৮টি গোল করে এশিয়ান গেমস হকিতে নতুন রেকর্ড করল ভারতীয় হকি।
পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও প্রতি কোয়ার্টারে গোল করেছেন ভারতীয়রা। ম্যাচের দু মিনিট থেকে শুরু হয়েছিল ভারতের গোল বন্যা। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ফল ৮-০ করেছিল ভারত। শেষ কোয়ার্টারে আসে আরও চারটি গোল।
আরও পড়ুন : নন্দিনীকে নিয়ে মুখ খুলে বিপাকে, টুইট মুছে ঢোঁক গিললেন স্বপ্না বর্মণ
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ম্যাচ। কিন্তু ভারতীয় হকিকে দেখা তা বোঝার উপায় ছিল না। বরং পাকিস্তান ম্যাচের থেকেও এদিন বেশি দাপট দেখান অমিত রুইদাস, বিবেক কুমার, ললিত উপ্যাধায়রা। চিনের মাটিতে ভারতীয় এখনও পর্যন্ত যে ভাবে এগিয়ে চলেছে, তাতে আরও একটি সোনা আশা করতেই পারে দেশবাসী।