এশিয়ান গেমসের হকির পোল-এ ম্যাচে জাপানকে ৪-২ গোলে হারাল টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতে পাকিস্তানকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিল ভারত। পাকিস্তানের গোলপার্থক্য ছিল ৩০। ভারত এগিয়ে গেল ৩৩ গোল পার্থক্যে। শনিবারই তাঁদের মুখোমুখি পাকিস্তান।
এদিন ভারতের হয়ে প্রথম কোয়ার্টারেই গোল করেন অভিষেক। ১৩ মিনিটে গোল পান তিনি। ২৪ মিনিটে গোল করে টিমকে এগিয়ে দেন মনদীপ সিং। ৩৪ মিনিটে ভারতকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন অমিত রুইদাস। ৪৮ মিনিটে ফের গোল করেন অভিষেক।
আরও পড়ুন: 'চাপকে ইতিবাচক করে নিয়েই সাফল্য', রুপো জয়ের পর জানালেন বাংলার মেয়ে মেহুলি
৫৭ ও ৬০ মিনিটে পরপর দুটি গোল করে সমতা ফেরানোর চেষ্টা করে জাপান। কিন্তু ফিরতে পারেননি তাঁরা। জাপানের হয়ে গোল করেন গেঙ্কি মিতানি ও রোসেই কাতো।