কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে দুরন্ত লড়াইয়ের নবম দিনে আরও বেশ কিছু পদকের অপেক্ষায় ভারত। একদিনে পর পর তিনটি সোনা এমনিতেই দেশের মানুষদের প্রত্যাশাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ফলে শনিবার গোটা দেশের নজর থাকবে বার্মিংহ্যামের দিকে।
শনিবার মূলত নজর থাকবে বক্সার নিখাত জারিন এবং অমিত পাঙ্ঘালের দিকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাঁরা আদৌ ফাইনালে জায়গা করে নিতে পারেন কি না, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ।
আরও পড়ুন- Debrup Dasgupta: নেদারল্যান্ডসের জাতীয় দলে খেলাই স্বপ্ন বাঙালি ক্রিকেটার দেবরূপের
অন্যদিকে, ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা কোয়ার্টার ফাইনালে নামবে শনিবার। পাশাপাশি, শনিবারই চিরাগ-সাত্ত্বিক এবং ট্রিসা-গায়ত্রীর জুটি যথাক্রমে পুরুষ এবং মহিলা ডাবলসে প্রতিদ্বন্দ্বিতা করবে। ক্রিকেটে ভারতের মহিলা দল ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামছে। শনিবারই ভারতীয় পুরুষ হকি দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়তে নামছে।
শনিবার লন বলে ভারতীয় পুরুষরা নর্দান আইল্যান্ডের বিরুদ্ধে সোনা জয় নিশ্চিত করতে মাঠে নামছে। হিমা দাস ব্যাক্তিগত ২০০ মিটার রেস, ৪০০ মিটার রিলে রেসে দুতি চাঁদ, শ্রবণী নাদা এবং এনএস সিমি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ হ্যামার থ্রোর ফাইনালে নামবেন মঞ্জু বালা।