Paris Olympics 2024: সেমিতে নির্বাসিত অমিত রুইদাস, পাল্টা আবেদন ভারতের, হকির লাল কার্ডের নিয়ম কী বলছে

Updated : Aug 05, 2024 15:12
|
Editorji News Desk

হকির সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছেন দলের অন্যতম ডিফেন্ডার অমিত রুইদাস। যা নিয়ে বিতর্ক দানা বেধেছে। রবিবার গ্রেট ব্রিটেনকে শুটআউটে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ভারত। অন্যদিকে আর্জেন্টিনাকে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি। এবার ফাইনালে খেলবে দুই দল।

কোয়ার্টারের বিতর্ক

রবিবার ভারত বনাম গ্রেট ব্রিটেনের ম্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়। রবিবার দ্বিতীয় কোয়ার্টারে লাল কার্ড দেখেন রুইদাস। অমিতের স্টিক অসাবধানতাবশত গ্রেট ব্রিটেনের এক প্লেয়ারের মাথায় লাগে।  ভিডিয়ো আম্পায়ার বেঞ্জামিন গয়েন্টজনের পরামর্শে ফিল্ড আম্পায়ার তাঁকে লাল কার্ড দেখান। এবার সেই অপরাধে তাঁকে সেমিফাইনালে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। সঙ্গে সঙ্গে পাল্টা আবেদন করেছে ভারতও। ভারতের আবেদন গৃহীত হবে কিনা, সেটাই দেখার।

ভারত-গ্রেট ব্রিটেন ম্যাচে আরও বিতর্ক তৈরি হয়েছে। শুটআউটের সময় গ্রেট ব্রিটেনের গোলকিপার অলি পেন ভিডিয়ো ট্যাব দেখেছিলেন বলে অভিযোগ তুলেছে ভারত। 

তবে কোয়ার্টারফাইনালে ভারতের গোলরক্ষক পিআর শ্রীজেশের অবিশ্বাস্য পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এবার সেমিফাইনাল। এই ম্যাচ জিতলেই ফাইনাল। প্যারিসে এবার সোনার লক্ষ্যেই খেলতে নামবে টিম ইন্ডিয়া।  

হকিতে লাল কার্ডের নিয়ম

ফুটবল ম্যাচে লাল কার্ড দেখলে পরের ম্যাচে নির্বাসন স্বাভাবিক ঘটনা। কিন্তু হকিতে লাল কার্ড দেখলে আম্পায়ারের রিপোর্ট দেখা হয়। পরে টেকনিক্যাল কমিটি সেই ঘটনা খতিয়ে দেখে সিদ্ধান্তের কথা জানান। অমিতকে নির্বাসিত করে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। কিন্তু এরই পাল্টা আবেদন করে সিদ্ধান্ত পাল্টানোর অনুরোধ করেছে ভারত। ভিডিয়ো রিভিউ সিস্টেম নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।
 
ভারত-জার্মানি মুখোমুখি

এখনও পর্যন্ত জার্মানির বিরুদ্ধে ১৮টি ম্যাচ খেলেথে ভারত। ভারত ৮বার জিতেছে। জার্মানি ৬বার। ৪বার ম্যাচ ড্র হয়। ভারত ৪১টি গোল করেছে। জার্মানি ভারতের বিরুদ্ধে ৩৭টি গোল করেছে। শেষবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও জার্মানি। সেবার ৫-৪ ব্যবধানে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে ভারত। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় ভারত ও জার্মানি মুখোমুখি হবে।

Indian Hockey Team

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও