এশিয়ান গেমসে ইতিহাস ভারতের। বুধবার এখনও পর্যন্ত ৭১টি পদক জিতে ফেলেছে ভারত। যা এশিয়ান গেমসের ইতিহাসে সর্বকালীন সেরা। ওজাস দেওতালে ও জ্যোতি সুরেখা ভেন্নাম সোনা জেতেন। বুধবার পদকের ম্য়াচে সোনা জিততে পারেন নীরজ চোপড়া। বিকেল ৪টে ৩৫ মিনিটে নামবেন নীরজ। সর্বকালীন রেকর্ড গড়তে পারে ভারত।
বুধবার মঞ্জু রানি, রাম বাবু এদিন ৩৫ কিলোমিটার রেসওয়াকে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। এদিনই তিরন্দাজিতে জ্যোতি সুরেখা ভেন্নাম ও প্রবীন ওজাস দেওতালে মিক্সড টিম ইভেন্টে সোনা জেতেন।
আরও পড়ুন: তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে প্রথম সোনা, পদক জয় জ্যোতি-ওজাসের