টানা দুবার ফরাসি ওপেনের ফাইনাল। লাল সুরকির লড়াই। গতবার নাদালের বিরুদ্ধে হেরেছিলেন। এবার নোভাক জোকোভিচ (Novak Djokovic)। প্রতিপক্ষ সেই ক্যাসপার রুড (Casper Ruud)। এই সময়ের টেনিসে সেরা দুই খেলোয়াড়ের বিরুদ্ধে লাল সুরকির কোর্টে ফাইনাল খেলবেন। গতবার নাদালের বিরুদ্ধে হারের বদলা কি এই ম্য়াচে নিতে পারবেন!
এদিকে ২৩ তম গ্র্যান্ডস্লাম জয়ের ইতিহাসের সামনে দাঁড়িয়ে নোভাক জোকোভিচ। এই রোল্যা গারোঁ জিতলেই নাদালকে পেরিয়ে সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হবেন জোকার।
আরও পড়ুন: মুচুভা দুর্গ ভেদ, সুড়কির কোর্টের ফের রানি বিশ্বের এক নম্বর সোয়ানটেক
সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স করেন রুড। ৬-৩, ৪-৬, ৬-০ সেটে ম্যাচ জেতেন। গত বছর দুটি গ্র্য়ান্ডস্লাম ফাইনালেই হারতে হয়। এবার রোল্যা গারোঁ কোনও ভাবেই হারতে চান না রুড। সেমিফাইনালে আলকারেজকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন জোকার। বিশ্বের এক নম্বর টেনিস তারকা আলকারাজ চোটের জন্য় ছিটকে গিয়েছেন। ফাইনালে রুডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও সুযোগ ছাড়বেন না জোকার।