চলতি বছর থেকে এশিয়ান গেমসে চালু হয়েছে ই স্পোর্টস। ২০১৮ সালে এই গেম চালু করা নিয়ে আলোচনা হয়। জাকার্তা এবং পেলামবার্গে গেমটির ডেমনেস্ট্রেশনও করা হয়। এরপর এবছর থেকে শুরু হয়েছে ইস্পোর্টস।
এশিয়ান গেমসের মধ্যে এই বিভাগটি নয়া সংযোজন। মূলত ডিজিট্যাল মাধ্যমে এই গেমগুলি খেলা সম্ভব। মোট ৭ টি গেম রয়েছে ইস্পোর্টসে। সেগুলি হল লিগস অফ লেজেন্ডস, ই এ স্পোর্টস FC অনলাইন, ডোটা 2 স্ট্রিট ফাইটার 5, অ্য়ারিনা অফ ভেলোর,পিস ইলাইট এবং ড্রিম থ্রি কিংডম-নামের গেমগুলি রয়েছে।
Read More- এশিয়ান গেমসে ফের সোনা, ইতিহাস তৈরি করে জয় ইকোস্ট্রিয়ানদের
ই-স্পোর্টসেও রয়েছে ভারতীয় দল। মোট চারটি গেমে অংশগ্রহণ করেছে ভারত। লিগস অফ লেজেন্ডস, ই এ স্পোর্টস FC অনলাইন, ডোটা 2 এবং স্ট্রিট ফাইটার 5 এডিশনে রয়েছে ভারত। তবে প্রথম রাউন্ডেই এলিমিনেট হয়ে যায় ভারতের অয়ন বিশ্বাস এবং মায়াঙ্ক আগরওয়াল।