এশিয়ান গেমসের লং জাম্পে ভারতের দখলে ফের রুপো। পুরুষদের লং জাম্পে রুপো পেলেন মুরলী শ্রীশঙ্কর। তিনি ৮ মিটার লং জাম্প দেন।
অন্যদিকে পুরুষদের ১৫০০ মিটারে রুপো ও ব্রোঞ্জ এল ভারতে। ব্রোঞ্জ পেয়েছে জিনসন জনসন এবং রুপো পেয়েছেন অজয় কুমার সরোজ। এনিয়ে চলতি এশিয়াড থেকে অ্য়াথলেটিক্সে এল দ্বিতীয় রুপো এবং প্রথম ব্রোঞ্জ।
এদিকে ৮০০মিটার হেপ্টাথলনে ব্রোঞ্জ জয় ভারতের। এই বিভাগে জয়ী হয়েছেন নন্দিনী আগাসরা।
অন্যদিকে মেয়েদের ১৫০০ মিটারে রুপো পেয়েছেন হরমিলান বেয়ন্স। এটি অ্য়াথেলিক্সে ভারতের তৃতীয় পদক। এবং ১০০ মিটার হার্ডলসে রুপো জয় ভারতের জ্যোতি ইয়ারাজ্জির।
ব্যাটমিন্টনে ভারতের রুপো জয়। এটাই প্রথম বারের মতো টিম ইভেন্টে রুপো পেল ভারত।