কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে পকসো ধারায় অভিযোগ ছিল। বৃহস্পতিবার পাতিয়ালা কোর্টে ৫০০ পাতার একটি রিপোর্ট জমা দিল দিল্লি পুলিশ। ওই রিপোর্টে বলা হয়েছে, বিজেপি সাংসদের বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, ৫০০ পাতার একটি ক্যানসেলেশন রিপোর্ট আদালতে জমা দিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগকারিনী ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করে যা পাওয়া গিয়েছে, তা এই ৫০০ পাতার রিপোর্টে আছে। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।