ফের স্বপ্নভঙ্গ ভারতের। প্যারিস অলিম্পিকে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে হার দীপিকা কুমারীর। আর দীপিকার হারের পরই তিরন্দাজিতে পদক জয়ের আশা শেষ হয়ে গেল ভারতের। দক্ষিণ কোরিয়ার নাম সুইওনের বিরুদ্ধে হারতে হয় তাঁকে।
জার্মানির মিশেল ক্রোপিয়ানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন দীপিকা। এদিন ২-১ এ এগিয়ে গিয়েও নিজের লিড ধরে রাখতে পারেননি দীপিকা কুমারী। গতবারের সোনাজয়ী সুইওন পিছিয়ে গিয়ে প্রত্যাবর্তন করেন। আর ধারাবাহিক পারফরম্যান্স করতে পারলেন না দীপিকা।
এদিন ২৮-২৬ পয়েন্টে প্রথম সেট জিতে নেন দীপিকা। দ্বিতীয় সেটে সুইওন এগিয়ে যান। তৃতীয় সেটে ফের জয়ী দীপিকা। ফের সমতা ফেরান কোরিয়ান অ্যাথলিট। শেষ সেটে আর জিততে পারেননি দীপিকা। ২৯-২৭ পয়েন্টে হেরে বিদায় নেন দীপিকা কুমারী।