চিনে সাইকেল চালাচ্ছেন ডেভিড বেকহ্যাম ! ভাবছেন হেঁয়ালি করছি। একদম না। সত্যিই এশিয়ান গেমসে সাইকেল চালিয়ে ভারতকে পদকের আশা দেখাচ্ছেন বেকহ্যাম। ডেভিড বেকহ্যাম পদক আনবেন ভারতের জন্য ? বিষয়টা ক্লাটিভেট করতে হচ্ছে।
আসলে এই এশিয়ান গেমসে ভারতীয় এক সাইক্লিস্টের নাম ডেভিড বেকহ্যাম। পুরুষদের স্প্রিন্ট ইভেন্টে যিনি ভারতের পদকের আশা জিইয়ে রেখেছেন। বার্মিহ্যামে চার বছর আগেও ভারতের হয়ে প্রতিনিধি করেছিলেন আন্দামানের যুবক ডেভিড বেকহ্যাম। পদক না পেলেও, তাঁর নাম আলোড়ন তুলেছিল ব্রিটিশ ভূমে।
এবারও চিনের মাটিতে বেকহ্যামকে নিয়েই মাতামাতি হচ্ছে। ভারতীয় সাইকেল দলে রয়েছেন আরও একজন তারকা। যাঁর নাম রোনাল্ডো। তাঁর বাড়িও আন্দামানে।