বিশ্ব দাবার মহিলা বিভাগে আর অংশ নিতে পারবেন না রূপান্তরকামীরা। বিশ্ব দাবা ফেডারেশনের এই ফতোয়া বিশ্ব জুড়ে সমালোচনার ঝড়। সম্প্রতি এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়েছে।
তারপর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনা হজম করতে হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, যে সকল মহিলা লিঙ্গ বদলে পুরুষ হয়েছেন, তাঁদের সব পয়েন্ট কাটা হবে।
আজারবাইজানে বসেছে দাবার বিশ্বকাপ। এই প্রথম দাবা বিশ্বকাপে একসঙ্গে খেলছেন চার ভারতীয়। এরমধ্যে সেমিফাইনালে উঠেছে ভারতের প্রজ্ঞানন্দ। তার মধ্যেই ফিডের এই ঘোষণায় হতবাক তামাম দুনিয়া।
ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, ফেডারেশনের সিদ্ধান্ত ছাড়া কোনও রূপান্তরকামী মহিলা এখন থেকে আর মহিলাদের বিভাগে অংশ নিতে পারবেন না। কারণ, লিঙ্গ পরিবর্তনের ফলে এক জন খেলোয়াড়ের অনেক কিছুই পাল্টে যায়।
একইসঙ্গে জানানো হয়েছে, কোনও মহিলা যদি ফের লিঙ্গ বদলে নিজের স্বরূপে ফিরে আসেন, তাহলে তাঁকে যে কোনও প্রতিযোগিতায় স্বাগত।