Paris Olympics 2024: টোকিওতে ছেলেদের টিমে, প্যারিসে মেয়েদের টিমে, অলিম্পিকে ইতিহাস গড়লেন ফিল্ডম্যান

Updated : Aug 04, 2024 16:35
|
Editorji News Desk

প্যারিস অলিম্পিকে তৈরি হল ইতিহাস। প্রথম কোনও অ্যাথলিট ছেলেদের ও মেয়েদের ইভেন্টে পদক জিতলেন। আর এই নজির তৈরি করলেন গ্রেট ব্রিটেনের হেনরি ফিল্ডম্যান। অলিম্পিকের ইতিহাসে এমন ঘটনা আর কখনও হয়নি। 

২০১৭ সালে অলিম্পিকের নিয়ম বদলের পর এই প্রথম এমন নজির। রোয়িং টিম ইভেন্টে টোকিওতে পুরুষদের দলে পদক জিতেছিলেন। এবার প্যারিস অলিম্পিকেও টিম ইভেন্টে মেয়েদের দলের হয়ে পদক জিতলেন ফিল্ডম্যান।

রোয়িংয়ের টিম ইভেন্টে সোনা জয় রোমানিয়ার। রুপো জিতেছে কানাডা। মাত্র ০.৬৭ সেকেন্ড পর তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পদক জয় গ্রেট ব্রিটেনের। এবার অনন্য নজির তৈরি করে টোকিও অলিম্পিকের স্মৃতিচারণ করলেন ফিল্ডম্যান। তাঁর মতে, ছেলেদের রোয়িং ইভেন্টে গতবার সবটুকু দিয়ে চেষ্টা করেও ব্রোঞ্জ পদক এসেছিল। যা হতাশার। 

এবার মেয়েদের টিমকে পদক এনে দেওয়ার পর জানালেন, "২০১৭ সালে অলিম্পিকের নিয়মে ঠিক হয়, মেয়েদের রোয়িং ইভেন্টে স্টিয়ারিংয়ে থাকতে পারবেন পুরুষ প্রতিযোগী। কেউ তো প্রথম এই সাফল্য পেতেন। সৌভাগ্যবশত, তা আমার ক্ষেত্রেই হয়েছে।"

ফিল্ডম্যান কিন্তু বলছেন, এটা সবে শুরু। মহিলা টিমের সঙ্গে আরও কাজ করতে চান। তাঁর অভিজ্ঞতা টিমের কাজে আসবে বলেও মনে করছেন তিনি। ফিল্ডম্যানের মতে, "আমরা ভাল খেলেছি। টিমের জন্য গর্বিত। এই মেডেল আমার কাছে অনেক সম্মানের। টিমের প্রত্যেকেই সাহায্য করেছে। অনেক চড়াই উৎরাই ছিল। কিন্তু তা পার করে আমরা এগিয়ে যেতে পেরেছি।"

Paris Olympics

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও