তিরে এসে তরী ডুবল। এশিয়ান গেমসে মেয়েদের টেবল টেনিসের ডবলসে ব্রোঞ্জ ভারতের সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়ের। সোমবার সেমিফাইনালে তাঁরা হেরে গেলেন উত্তর কোরিয়ার কাছে।
টানটান ম্যাচে হেরে গেলেন বাংলার দুই কন্যা। মহিলাদের ডবলস এই প্রথম জুটি বেধে এশিয়ান গেমসে পদক পেলেন সুতীর্থা এবং ঐহিকা।
যদিও উত্তর কোরিয়ার বিরুদ্ধে শুরুটা ভাল করেছিলেন ভারতের এই জুটি। একসময় ম্যাচে তাঁরা এগিয়েও ছিলেন। তখন মনে হচ্ছিল, সোনা বা রুপো নিশ্চিত হতে পারে এই ইভেন্ট থেকে।
আরও পড়ুন : রূপান্তিত মহিলার কাছে পদক হেরেছেন, স্বপ্নার তীরে এশিয়াডে ব্রোঞ্জ জয়ী নন্দিনী
সাত গেমের এই ম্যাচে উত্তর কোরিয়াকে এক ইঞ্চিও জমি ছাড়েনি বাংলার দুই মেয়ে।
কিন্তু আপাদমস্তক পেশাদারিত্ব দেখিয়ে শেষ পর্যন্ত লড়াইয়ে ম্যাচ বার করে নেয় উত্তর কোরিয়া। ফলে পদক ঝুলিতে আরও ব্রোঞ্জের ভার বাড়ল ভারতের