নায়ক হেরে গেলেও, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিলেতের মাটিতে কমনওয়েলথ গেমসে মঙ্গলবার দ্বিতীয় সোনা পেল ভারত। এবার সিঙ্গাপুরকে হারিয়ে টেবল টেনিসের দলগত বিভাগে সোনা জিতল গতবারের চ্যাম্পিয়ন ভারত। তিন-এক গেমে সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জয় ভারতের। এর আগে এদিন লন বলে প্রথম সোনা জেতে ভারত।
সিঙ্গাপুর, বার্বেডজ এবং উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালেও প্রতিপক্ষ ছিল সেই সিঙ্গাপুরই। প্রথম ডবলসে সিঙ্গাপুরকে কার্যত উড়িয়ে দেয় হরমীত-সাথিয়ান জুটি। পরের সিঙ্গলসে খানিকটা অপ্রত্যাশিত ভাবেই হেরে যান অচিন্ত্য শরথ কমল। এরপর পর পর দুটি সিঙ্গলসে জিতে সোনা নিশ্চিত করেন হরমীত এবং সাথিয়ান।
চার বছর আগেও কমনওয়েলথ গেমসে টেবল টেনিসের দলগত বিভাগে সোনা জিতেছিল ভারত। এবার লক্ষ্য ব্য়ক্তিগত বিভাগে সোনা জয়। মঙ্গলবার শুরুতেই জোরা সোনা জিতে পদক তালিকায় বেশ উপরে ভারত।