বিশ্ব কুস্তির মঞ্চে ফের পদক জিতলেন ভারতের বজরং পুনিয়া। পুরতোরিকোও সেবাস্তিয়ান রিভারাকে হারিয়ে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বজরং। ম্য়াচের ফল ১১-৯। বেলগ্রেডে টানটান ম্যাচে একসময়ে শূন্য-ছয় পয়েন্টে পিছিয়ে ছিলেন পুনিয়া।
এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় পদক পেলেন ভারতের এই কুস্তিগীর। ২৮ বছরের বজরং এরআগে এই টুর্নামেন্ট থেকে রূপোও জিতেছেন।
এরআগে রেপোসেস রাউন্ডে আর্মেনিয়ান প্রতিপক্ষকে হারিয়ে পদক নিশ্চিত করেছেন পুনিয়া। ওই ম্য়াচেও পিছিয়ে থেকেও ম্য়াচ বার করেছেন তিনি। পুনিয়ার ব্রোঞ্জ জয়ের ফলে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক পেল ভারত। এরআগে ব্রোঞ্জ জিতেছেন ভিনিশ পোগাত।