প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ প্রথম সোনা এল ভারতে। প্যারাশুটার বিভাগে সোনা জিতলেন অবনী লেখারা। এই নিয়ে টানা দ্বিতীয়বার প্যারালিম্পিকে সোনা জিতলেন তিনি।
মহিলাদের SH ওয়ান ১০ মিটার ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন অবনী এবং আরও এক ভারতের প্রতিযোগী। কিন্তু শেষমেশ সোনার মেডেল এল অবনীর গলাতেই। এবং তৃতীয় স্থানে শেষ করেন মোনা আগরওয়াল। তিনি ব্রোঞ্জ জিতেছেন। ফাইনালে অবনী স্কোর করেছিলেন ২৪৯.৭। এবং মোনা স্কোর করেছিলেন ২২৮.৭।
যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন অবনী লেখারা। এবং তাঁর পয়েন্ট ছিল ৬২৫.৮। অন্যদিকে প্রথম স্থানে ছিলেন ইরিনা স্কেটনিক। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছে প্রথম স্থানেই শেষ করলেন অবনী।