২০২১ টোকিও অলিম্পিকেও বিশেষ বিছানা তৈরি হয়েছিল। এবার প্যারিস অলিম্পিকেও তৈরি হল বিশেষ বিছানা। এই বিছানায় প্রতিযোগীরা যৌনতায় লিপ্ত হতে পারবেন না। তিন বছরে আগে এই ধরনের বিছানায় থাকায় আপত্তি করেন প্রতিযোগীরা। বিছানায় স্বাচ্ছন্দ নেই। কিন্তু প্যারিস অলিম্পিকের আয়োজকরা তাতে কান দেয়নি।
অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাভিলে ও এলেন পেরেজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়ো পোস্ট করে তাঁরা লেখেন, গেমস ভিলেজে কার্ডবোর্ডের ওই বিছানা পরীক্ষা করে দেখা হচ্ছে। আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রাইস ম্যাকলেঘানও তাঁর বিছানা পরীক্ষা করেন। তিনি লেখেন, গতবারও বিছানা পরীক্ষা করেছিলেন তিনি।
তবে অনেক অ্যাথলেটের মতে, এই যৌনতা বিরোধী বিছানার খবর সত্য নয়। এই কার্ডবোর্ডের বিছানা একজনের ভারই নিতে পারবে। একসঙ্গে দুজনের ভার নিতে পারবে না। এমন ভাবেই বানানো গেমস ভিলেজের বিছানা। তবে অধিকাংশ অ্য়াথলিটের মতে, এই বিছানায় স্বাচ্ছন্দের অভাব আছে।