এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারতের পদক জয়ের যাত্রা অব্যহত। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের দলগত বিভাগে প্রথম সোনা জেতে ভারত। সর্বজিৎ সিং, শিবা নরওয়াল, অর্জুন সিং চিমা এই ইভেন্টে সোনা জেতেন।
এরপরই দ্বিতীয় পদক আসে ভারতের। উশুতে রুপো জিতে নেন ভারতের অ্যাথলেট রোশিবিনা দেবী। ৬০ কেজির ফাইনালে এই পদক জেতেন তিনি। এদিকে ড্রেসেজ ইভেন্টে ভারতের হয়ে প্রথম ব্রোঞ্জ জেতেন কলকাতার ছেলে অনুশ আগরওয়াল।
আরও পড়ুন: শুক্রবারও পদক জয়ের লক্ষ্যে নামবে ভারত, কোন কোন বিভাগে থাকছে সুযোগ
এছাড়াও একাধিক সাফল্য পেয়েছে ভারত। টেনিসে মিক্সড ডাবলসে রোহন বোপান্না ও রুতুজা ভোসলে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। স্কোয়াশে ফাইনালে উঠে রুপো নিশ্চিত করেছেন রমানাথ ও সাকেত জুটি।