দুটি সোনা-সহ বুধবার সাত পদক ভারতের। চিনের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ২২টি পদক জিতছে টিম ইন্ডিয়া। রয়েছে পদক তালিকার সাত নম্বরে। বৃহস্পতিবারও বেশ কয়েকটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। এরমধ্যে পদক আসতে পারে উসু, ইকস্ট্রিয়ান এবং সাইক্লিং থেকে। একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের কিছু ইভেন্ট।
সকাল ৯টা থেকে শুরু হবে শুটিং। চলবে দুপুর ২টো পর্যন্ত। সকাল সাড়ে নটায় রয়েছে মহিলাদের উসুর পদকের ম্যাচ। ভারতের আশা রোশবিনা দেবী। ৬০ কেজি বিভাগে পদকের দাবিদার তিনি।
বেলা তিনটে থেকে শুরু হবে ইকোস্ট্রিয়ানের ব্যক্তিগত ইভেন্টে পদকের ম্যাচ। এই ইভেন্টে ভারতকে পদকের আশা দেখাচ্ছেন হৃদয়। ভারতের পদকের আশা রয়েছে সাইক্লিংয়ে। যেখানে ভারতের প্রতিনিধি ডেভিড বেকহ্যাম।