সোনা নিয়ে চিনের মাটি থেকে দেশে ফিরেছেন মেয়েরা। এবার পরীক্ষা ভারতীয় ছেলেদের। বিশ্বকাপের আগে বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় এশিয়াডে প্রথম ক্রিকেট খেলতে নামছেন রিঙ্কু সিং, আর্শদীপ সিংরা। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে ভারতের পদক জয়ের নয়া দৌড়। প্রতিপক্ষ নেপাল।
তবে এদিন অ্যাথলেটিক্স থেকে একাধিক পদক আশা করতে পারে দেশবাসী। কারণ, শুটিংয়ের পর এই এশিয়ান গেমস থেকে সবচেয়ে বেশি পদক এসেছে অ্যাথলেটিক্সে। বুধবারও ভারতীয় অ্যাথলিটরা নামবেন পদক জয়ের টার্গেট নিয়ে। এছাড়াও পদকের লড়াইয়ে নজর থাকবে ভারতের তিন বক্সারের দিকে।
এছাড়াও মেয়েদের হকি, কবাডি এবং তীরন্দাজির দিকেও তাকিয়ে থাকবে ভারতবাসী। জার্কাতায় ৭০টি পদক পেয়েছিল ভারত। এখনও পর্যন্ত যা রেকর্ড। ইতিমধ্যে ৬০ পদক ভারতের ঝুলিতে।