দলগত ইভেন্টের পর ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন কলকাতার ছেলে অনুশ আগরওয়াল (Anush Agarwalla)। আরও একটি পদক পেল দেশ। মঙ্গলবার দলগত বিভাগে ব্রোঞ্জ (Broze Medal) জেতেন অনুশরা। দুদিন পর ব্যক্তিগত ইভেন্টেও পদক জিতলেন তিনি। প্রথম কোনও ভারতীয় ড্রেসেজ বিভাগে এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক জিতলেন।
এদিন ইকুয়েস্ট্রিয়ানে ৭৩.০৩০ স্কোর করলেন অনুশ। যা তাঁকে ব্রোঞ্জ এনে দেয়। এই নিয়ে এশিয়ান গেমস থেকে দুটি পদক জিতলেন তিনি। বালিগঞ্জের বাসিন্দা অনুশ। হাংঝৌ এশিয়ান গেমসে তাঁর পারফরম্যান্স আগেই নজর কাড়ে। মঙ্গলবার দলগত বিভাগে সাফল্যের পর তাঁর নাম প্রথম প্রকাশ্যে আসে। ২৪ বছরের অনুশ এর আগে ড্রেসেড বিভাগে দলগত সাফল্য অর্জন করেন। এবার ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি।
আরও পড়ুন: এলসের পরিবর্তে দলে এলেন মাহের, নতুন ডিফেন্ডারকে সই ইস্টবেঙ্গলের