অলিম্পিক্স চলাকালীন আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফকে নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে, সেই সব বিতর্কে জল ঢেলে প্যারিস অলিম্পিক্সে সোনার মেডেল জিতেছেন তিনি। আর তারপরেই প্রকাশ্যে এসেছে তাঁর একটি ভিডিয়ো। যেখানে রীতিমতো নজর কাড়ছেন বক্সার ইমানে খেলিফ।
অলিম্পিক্স চলাকালীন বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফকে দেগে দেওয়া হয়েছিল 'রূপান্তরকামী' হিসেবে। কিন্তু সেই বিতর্ক আঁচ ফেলতে পারেনি তাঁর পারফরম্যান্সে।
প্যারিস অলিম্পিক্সে সমালোচনা, বিতর্ক, ট্রোলকে উপেক্ষা করে সোনার পদক জিতেছেন তিনি। আর পদক জয়ের পরেই প্রকাশ্যে এসেছে তাঁর একটি অদেখা ছবি। যা দেখে রীতিমতো চোখ ফেরানো দায়।
ইমান আগেই জানিয়েছিলেন, সমালোচকেরা তাঁকে যতই বিদ্রুপে বিদ্ধ করার চেষ্টা করুন, তিনি আর পাঁচজনের মতোই নারী। এবার তিনি ভিন্ন রূপে ধরা দিলেন সকলের সামনে। প্রকাশ্যে আসা নতুন ভিডিয়োতে দেখা যাচ্ছে ইমানে খেলিফ একটি অ্যালজেরিয়ান কাফতান পরে রয়েছেন।
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পোশাকের সঙ্গে বেশ মানানসই মেকআপও করেছেন তিনি। ফ্লোরাল কানের দুল পরেছেন পোশাকের সঙ্গে ম্যাচ করেই। আর তাঁর এই নজরকাড়া রূপ দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।