ফের সাফল্যে ভারতীয় শুটারদের (Indian Shooter)। এশিয়ান গেমসে (Asian Games 2023) ৫০ মিটার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন ঐশ্বরি প্রতাপ সিং (Aishwary Pratap Sing)। শুক্রবারই এর আগে মেয়েদের ব্যক্তিগত শুটিং ইভেন্টে সোনা জেতেন পালক ও রুপো জেতেন এশা সিং।
শুটিংয়ের দলগত ইভেন্টেও সোনা জেতেন ঐশ্বরি প্রতাপ সিং। সঙ্গে ছিলেন স্বপ্নিল কুশাল ও অখিল সেওরান। তৈরি হয় বিশ্বরেকর্ডও। মেয়েরা দলগত ইভেন্টে এশিয়ান গেমসে রুপো জেতেন। এবার ব্যক্তিগত ইভেন্টে ফের সাফল্য শুটার ঐশ্বরি প্রতাপের।