সোনার পর এশিয়ান গেমস শুটিং থেকে আরও দুটি পদক পেল ভারত। ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ঐশ্বর্য তোমার। ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টের ব্রোঞ্জ ভারতের। ভারতের এই দলে আছেন বিজয়বীর সিধু, আশিস এবং আদর্শ সিং। ১৭১৮ পয়েন্ট নিয়ে এই বিভাগে ব্রোঞ্জ ভারতের।
এদিন শেষ হয়ে এশিয়ান গেমস রোয়িংয়ে ভারতের অভিযান। এবার চিনের মাটি থেকে পাঁচটি পদক নিয়ে ফিরলেন ভারতীয় রোয়াররা। এরমধ্যে রয়েছে দুটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ।
আরও পড়ুন : এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের, বিশ্ব রেকর্ড ভারতীয় শুটারদের
এরআগে সকাল শুরু হয়েছিল ভারতের সোনা জয় দিয়ে। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জেতে ভারত। সোনা জয়ের পাশাপাশি চিন থেকে নতুন বিশ্ব রেকর্ডও তৈরি করন ভারতীয় শুটাররা।