মাস কয়েক আগের কথা। কাতারে তখন ফুটবলের বিশ্ব যুদ্ধ। হঠাৎ করে সোশাল মিডিয়ার ভেসে উঠেছিল একটা ভিডিও। ম্যাচ শেষের পর গ্যালারি পরিস্কার করছেন জাপানের ফুটবল সমর্থকরা। সেই ছবি এবার ভারতে। তবে সমর্থকরা নন, এবার পরিস্কার করতে নামলেন জাপানি হকি খেলোয়াড়রা।
সোমবার এশিয়া হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল জাপান। এই ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে প্রতিপক্ষ। মাঠের মতো মাঠের বাইরেও মন জিতলেন জাপানিরা। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার আগে লকার রুম পরিস্কার করে দিয়ে বেরলেন তারা। হকি ইন্ডিয়ার প্রকাশিত ভিডিও এখন ভাইরাল।
এর আগে জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে কাতারের গ্যালারি পরিস্কার করেছিলেন জাপানিরা। সেই ভিডিও নিজেদের হ্যান্ডেলে শেয়ার করেছিল ফিফা। বাহবা দিয়েছিল জাপানের ফুটবল সমর্থকদের। এবারও প্রশংসিত হল জাপানি হকি খেলোয়াড়দের এই কীর্তি।