বিশ্বকাপ জিতে দেশে ফিরেই ছুটি কাটাতে গিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ছুটির মধ্যেও ফের সবুজ ঘাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। না। বাইশ গজে নয়। এবার তাকে দেখা গেল উইম্বলডনে। পুরুষদের সেমিফাইনাল ম্যাচ দেখতে সেন্টার কোর্টে গিয়েছিলেন তিনি।
এর আগে উইম্বলডনে টেনিস খেলা দেখতে গিয়েছিলেন রবি শাস্ত্রী এবং সচিন তেন্দুলকর।। এবার ওই মাঠেই দেখা গেল ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মাকে। শুক্রবার উইম্বলডনে পুরুষদের সেমিফাইনালে প্রথমে কার্লোস আলকারাজ বনাম ড্যানিল মেদভেদেভের ম্যাচ দেখলেন রোহিত শর্মা।
এরপরে নোভাক জোকোভিচ বনাম লোরেঞ্জো মুসেত্তির ম্যাচ ছিল। সেই ম্যাচেও সেন্টার কোর্টে দেখা গিয়েছে তাঁকে। ইতিমধ্যেই রোহিতের ছবিও শেয়ার করেছে উইম্বলডন। ম্যাচের আগে রোহিত শর্মার জানিয়েছে, তিনি আগে কখনও উইম্বলডনে টেনিস দেখেননি। তাই বেশ কিছুটা উত্তেজিত তিনি। পাশাপাশি উইম্বেলডনের পরিবেশও উপভোগ করতে চান।