চলছে প্যারিস অলিম্পিক। আর এই প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই ২টি পদক এসে গিয়েছে। দুটি পদকই জিতেছেন হরিয়ানার মেয়ে মনু ভাকর। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে এসেছে ব্রোঞ্জ পদক। প্রত্যেকবারই কমনওয়েলথ গেমস, এশিয়াড বা অলিম্পিকে পদক জয়ের নেপথ্যে থাকেন, হরিয়ানার অ্যাথলিটরা। দেশের হয়ে অংশ নেওয়া অ্যাথলিটের মধ্যে ওই রাজ্যের ২৪ জন অ্যাথলিট আছেন।
প্যারিসে ভারতের হয়ে ১১৭ জন অ্যাথলিট প্রতিনিধিত্ব করছেন। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে, ২০ শতাংশ অ্যাথলিট হরিয়ানার। প্রাথমিকভাবে এই তথ্য দেখলে হয়তো চমকে উঠবেন অনেকেই। কিন্তু হরিয়ানার অ্যাথলিটরা যে অলিম্পিক গেমসে অনেকটাই এগিয়ে, তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। এবার নতুন নয়। ভারত এবার অলিম্পিকের ১৬টি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তার মধ্যে ৭০ জন পুরুষ প্রতিযোগী। ৪৭ জন মহিলা প্রতিযোগী। তার মধ্যে হরিয়ানার ২৪ জন। পঞ্জাব থেকে আছেন ১৯ জন অ্যাথলিট।
হরিয়ানা অলিম্পিকে কী কী পদক দিয়েছে
বেজিং অলিম্পিকে পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন বিজেন্দর সিং। বক্সিংয়ে প্রথম অ্যাথলিট হিসেবে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
বেজিং ও লন্ডন। দুই অলিম্পিকে পদক জয়। হরিয়ানাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সুশীল কুমার। দেশের জন্য বেজিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। লন্ডনে রুপো জয় সুশীলের।
হরিয়ানার সোনিপতের ছেলে যোগেশ্বর দত্ত। লন্ডল অলিম্পিকে তাঁর হাত ধরে ৬০ কেজি বিভাগের কুস্তিতে পদক জিতেছিল ভারত।
সোনিপতের আরেক ছেলেও দেশকে পদক এনে দিয়েছেন। ২০২০ টোকিও অলিম্পিকে রুপো জেতেন কুস্তিগির রবি কুমার দাহিয়া।
হরিয়ানার ঝাঁঝরের আরও এক অ্যাথলিট টোকিও অলিম্পিকে সাফল্য পেয়েছেন। কুস্তিতে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ী বজরং পুনিয়া।
হরিয়ানা থেকেই অলিম্পিকে পদকজয়ীদের তালিকায় রয়েছেন সাক্ষী মালিকও। ২০১৬ রিও অলিম্পিকে তাঁর হাত ধরে মেয়েদের কুস্তিতে প্রথম পদক জেতে ভারত। ব্রোঞ্জ জেতেন তিনি।
২০২০ টোকিও অলিম্পিকে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। জ্যাভলিনে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তিনি। এই প্রথম হরিয়ানার কোনও অ্যাথলিটের সোনা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা জয় ভারতেরও। এবার প্যারিসেও তাঁর কাছে সোনা চাইছে তামাম দেশ।
২০১৮ কমনওয়েলথ গেমস, ২০২৩ এশিয়ান গেমসেও হরিয়ানার অ্য়াথলিটদের জয়জয়কার। গত বছর এশিয়াডে ৩০টি পদক জিতেছেন হরিয়ানার অ্যাথলিটরাই। তার আগের বছর কমনওয়েলথ গেমসে হরিয়ানা রাজ্যের অ্যাথলিটরা দেশকে ২২টি পদক এনে দিয়েছিলেন।