বয়স ৩৬! কেরিয়ারের ২৪ তম গ্র্যান্ডস্লাম জিতলেন নোভাক জকোভিচ। ২০২১-এর ইউএস ওপেনের ফলাফলটা উলটে গেল শুধু। রুশ প্রতিদ্বন্দী মেদভেদেভকে হারিয়ে শেষ হাসি হাসলেন জোকার।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচ জিতলেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ছুঁয়ে ফেললেন মার্গারেট কোর্টকে। প্রথম সেটে রুশ প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি জোকার, দ্বিতীয় সেট গড়ায় টাই ব্রেকারে। ২৫ বছরের তরুণ প্রতিপক্ষের খেলার ধরণ চিনতে অসুবিধে হয়নি জকোভিচের।
দু’মাস আগে উইম্বলডনের ফাইনালে আলকারাজ়ের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন জোকোভিচ। সেই হারের পর থেকে টানা ১২টি ম্যাচ জিতলেন তিনি। এই বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।