একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ তম শত্রানের রেকর্ড গড়ে এখন সারা বিশ্বের নায়ক বিরাট কোহলি। স্বয়ং সচিন তাঁকে বুকে জড়িয়ে ধরেছেন। এবার কিংবদন্তি টেনিস তারকা নোভাক জকোভিচের কাছ থেকে এল অভিনন্দন বার্তা।
টুইট করে কোহলির কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন জোকার। সেই পোস্টে বিরাটকেই 'লেজেন্ড' হিসেবে উল্লেখ করেছেন ২৪ তম গ্র্যান্ডস্লাম জয়ী সার্বিয়ান এই মহাতারকা।
২ নভেম্বর বিশ্বকাপের ম্যাচেই সচিনের রেকর্ড ছুঁয়েছিলেন কোহলি, ১৩ দিনের ব্যবধানে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সে রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন বিরাট।