Wimbledon 2022 : অঘটন এড়িয়ে উইম্বলডনের ফাইনালে নোভাক জকোভিচ

Updated : Jul 16, 2022 00:30
|
Editorji News Desk

নোভাক জকোভিচ দুই। ক্যামেরন নরি ছয়। প্রথম সেটের পর সেন্টার কোর্টের স্কোর বোর্ডে যখন এই ফল ভেসে উঠল, তখন গ্যালারিতে থাকা ব্রিটিশরা আর একটু গুছিয়ে বসলেন। আর টেনিস পন্ডিতরা আবার প্রমাদ গোনা শুরু করলেন। তাহলে কী শুক্রবার আরও একটা অঘটন ঘটতে চলেছে উইম্বলডনে। এমনিতেই করোনা পরবর্তী এই উইম্বলডনকে অভিশপ্ত বলেই দাবি করেছেন জন ম্যাকানরো থেকে পিট সাম্প্রাস। তাঁদের দাবি, প্রথম দিন থেকে এ যাবৎ কখনই নাকি এত অঘটন ঘটেনি। কথাটা তাঁরা ভুল বলেননি। পুরুষদের তবু একটা রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ছিলেন। কিন্তু মহিলাদের। হ্য়াঁ, কেউ নেই। সবাই হেরে বিদায় নিয়েছেন। তবে টেনিস পন্ডিতদের আশঙ্কাকে শুক্রবার ভুল প্রমাণ করলেন টুর্নামেন্টের এক নম্বর জোকার। এই সার্বিয়ান প্রমাণ করলেন কেন তিনি এই টেনিস সার্কিটের এখনও প্রতিরোধ্য। স্রেফ অভিজ্ঞতায় পিষে দিলেন ব্রিটিশ ক্যামরন নরিকে। ম্যাচে ফল ২-৬, ৬-২, ৬-৩, ৬-৪। এই ম্যাচ জিতে ২১তম গ্র্যান্ডস্লাম জয়ের আরও কাছে এখন জোকার। রবিবার তাঁর সামনে অস্ট্রেলিয়ার নিক কিরিয়স। যাঁর বিরুদ্ধে জয় এখনও অধরা জোকারের। 

অ্যান্ডি মারে পরবর্তী টেনিস প্রজন্মে ক্যামেরন নরিকে নিয়েই স্বপ্ন ব্রিটিশদের। এদিন একটা সুযোগ এসেছিল প্রথমবার কোনও গ্র্যান্ডস্লাম ফাইনালে ওঠার। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলেন না সমাজবিজ্ঞানের ছাত্র নরি। বরং প্রথম সেট জয়ের পর থেকেই যেন খেলা থেকে বেরিয়ে যেতে থাকেন তিনি। আর এখানেই জোকার ম্যাজিক। শক্তি ও অভিজ্ঞতার মিশেলে নিজেকে মেলে ধরে ম্যাচ নিয়ে চলে গেলেন জকোভিচ। 

আরও পড়ুন : ত্রিপুরার ক্রিকেটার ও মেন্টর ঋদ্ধিমান সাহা, শুক্রবার হল চুক্তি

প্রথম সেমিফাইনাল থেকে রাফায়েল নাদাল নাম প্রত্যাহার করায়, সহজেই ফাইনালে উঠেছেন নিক কিরিয়স। ঘাসের কোর্টে নামার আগে জল মাপার ইঙ্গিত দিয়েছেন এই অজি। উল্টোদিকে, ফাইনালে অন্য় খেলা হবে। সেমিফাইনাল ব্রিটিশ বধ করে জানিয়ে গেলেন নোভাক জকোভিচ। 

finalwimbledon 2022Djokovic

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও