"গেম চেঞ্জার দাদা"। এই স্লোগান লেখা পোস্টারে ছেড়ে গেল কলকাতার একাধিক এলাকা। পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের একটি ছবিও দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্য়ান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্য়াসোসিয়েশন-এর তরফে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মণিশঙ্কর মণ্ডল ওই পোস্টার দিয়েছেন।
লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। গত লোকসভা নির্বাচনের থেকেও ভালো ফল হয়েছে শাসক দলের। ২২ আসন থেকে বাড়িয়ে নিজেদের দখলে রেখেছে মোট ২৯টি আসন। আর এর পরেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বের প্রশংসা শুরু হয়েছে দলের অন্দরে। এমনকি BJP নেতা সৌমিত্র খাঁয়ের গলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষতা নিয়ে প্রশংসা শোনা গিয়েছে। তারই মধ্যে এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া পোস্টার পড়ল কলকাতার রাস্তায়।
Read More- 'BJP আরও ৫ বছর পিছিয়ে যাবে রাজ্যে', ভোটে হেরে দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ
কী রয়েছে ওই পোস্টারে?
নীল-সাদা রঙের ওই পোস্টারে দেখা গিয়েছে, একদম ডানদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি রয়েছে। যেখানে তাঁকে নমস্কার করতে দেখা গিয়েছে। এবং বাঁ দিকে লেখা "দ্যা গেম চেঞ্জার দাদা"। এবং একদম উপরের বাঁদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের লোগো।
এদিকে এই পোস্টারের পর রাজনৈতিক মহলের ধারণা, দিদির পর পরবর্তীতে দাদাই হবে তৃণমূল কংগ্রেসের চালকা শক্তি। আর এই পোস্টার থেকে তা অনেকটাই পরিষ্কার।