কমনওয়েলথ গেমসে ভারতের বড় ধাক্কা। চোটের কারণে ছিটকে গেলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া। ভারতীয় অলিম্পিক সংস্থা সূত্রে খবর, কুঁচকির চোটের কারণে কমনওয়েলথ গেমসে নামতে পারবেন না বিশ্ব চ্য়াম্পিয়নশিপে সদ্য রুপো জয়ী নীরজ। নীরজও সরকারি ভাবে তাঁর চোটের কথা জানিয়ে দিয়েছেন।
ভারতীয় অলিম্পিক সংস্থা সচিব রাজীব মেহেতা জানিয়েছেন, সোমবার রাতেই নীরজের চোটের কথা তাঁরা জানতে পেরেছেন। এরপরেই নীরজের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। নীরজ জানান, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালেই তিনি চোট পান। ছুটতে এবং জ্যাভলিন ছুঁড়তে তাঁর বেশ অসুবিধা হচ্ছে। ইতিমধ্যেই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন তিনি।
জ্যাভলিনে সোনা জয়ের ক্ষেত্রে ভারতের আশা ছিলেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো পান তিনি। ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো পান নীরজ। চার বছর আগে গোল্ডকোস্টে সোনা জিতেছিলেন নীরজ। ওই বছর এশিয়ান গেমসেও তাঁর সোনা ছিল। নীরজের না থাকায় বার্মিংহ্য়ামে কমনওয়েলথ গেমসে বড় ধাক্কা ভারতের কাছে।