সদ্য আইপিএল এর ট্রফি ঘরে তুলেছেন চেন্নাই সুপারকিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাত্র দেড় মাসের মাথাতেই ফের চেন্নাইয়ে ধোনি। তবে কি নতুন কোনও ভূমিকায়? আসলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ধোনি চেন্নাইয়ে পৌঁছেছিলেন কোনও এক ব্যক্তিগত কারণে। কিন্তু মাহি আসার খবর আগেভাগেই পেয়ে গিয়েছিলেন ধোনি ভক্তরা, তাঁকে একঝলক দেখতেই বিমানবন্দরে চিৎকারে ফেটে পড়েন তাঁরা। ওঠে 'ধোনি-ধোনি' রব। ধোনিকে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখেই অনুরাগীরা উত্তেজনায় ফুটতে থাকে।
Ashes 2023: ব্রুকের ইনিংসে নাটকীয় জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাসেজ জমিয়ে দিল ইংল্যান্ড
আসলে নিজের প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেনমেন্টের’ একটি কাজেই চেন্নাই গিয়েছিলেন মাহি। সেই প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘এলজিএম’ (লেটস গেট ম্যারেড) মুক্তি পেতে চলেছে শীঘ্রই, তারই একটি কাজে সস্ত্রীক চেন্নাই গিয়েছিলেন ধোনি। সিনেমার পরিচালক রমেশ তামিলমণি। শীঘ্রই প্রকাশ্যে আসতে ট্রেলার।