মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তাঁর দুই প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী বা বন্ধু । এবার তার জবাব দিলেন ধোনি । ২৯ জানুয়ারি দিল্লি হাইকোর্টে ছিল এই মামলার শুনানি । সেখানেই ভারতের প্রাক্তন অধিনায়ক জানান, তাঁর বিরুদ্ধে আদালতে যে মানহানির মামলা করা হয়েছে, তা ভিত্তিহীণ ।
দিল্লি হাইকোর্টকে ধোনির আইনজীবী জানিয়েছেন, মানহানির মামলাটি রক্ষণাবেক্ষণযোগ্য নয় । কারণ, ব্যবসায়ী বন্ধুদের বিরুদ্ধে সমস্ত অভিযোগের ঘটনা রাঁচিতেই ঘটেছে । আইনজীবী মারফৎ ধোনি জানিয়েছেন, রাঁচী কোর্টে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে । আদালত এই বিষয়ে কোনও অন্তর্বর্তীকালীন রায় দিতে রাজি নয় । ধোনির দাবি, অভিযোগের পক্ষে কোনও কাগজপত্র পাননি তিনি । দিল্লি হাইকোর্টের নির্দেশ, অভিযোগকারীদের তিন দিনের মধ্যে ধোনিকে সমস্ত কাগজপত্র দিতে হবে ।