বৃহস্পতিবারই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার হতে পারে মহেন্দ্র সিং ধোনির । আইপিএল চলাকালীন হাঁটুতে চোট লাগে মাহির । কিন্তু খেলায় বিরতি পড়েনি । চোট নিয়ে আইপিএল খেললেন, জিতলেনও । এবার চোট দ্রুত সাড়িয়ে ছন্দে ফিরতে চাইছেন ধোনি । তাই ফাইনালের পর আহমেদাবাদ থেকে সোজা মুম্বই চলে আসেন । সেখানেই হাঁটুর চিকিৎসা করাচ্ছেন তিনি । সূত্রের খবর,বৃহস্পতিবারই তাঁর হাঁটুর অপারেশন হতে পারে ।
ধোনির চোট পরীক্ষা করেন চিকিৎসক দীনেশ পারদিওয়াল । চেন্নাই দলের চিকিৎসকও ধোনির সঙ্গে মুম্বইয়ে রয়েছেন । উল্লেখ্য, চিকিৎসক পারদিওয়ালই ঋষভ পন্থের অস্ত্রোপচার করেন ।