আইপিএলের মহারণ সন্ধে সাড়ে সাতটায়। ফাইনালে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। নামছেন মহেন্দ্র সিং ধোনিও। অধিনায়ক হিসেবে এটি ধোনির দশম আইপিএল ফাইনাল। তবে, খেলোয়াড় হিসেবেও একটি রেকর্ডের সামনে 'মাহি'। আইপিএলের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২৫০-তম ম্যাচ খেলতে চলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
চেন্নাই-এর হয়ে ধোনি খেলেছেন মোট ২১৯ ম্যাচ। ব্যাট করেছেন ১৯০ ইনিংসে। মোট রান ৪,৫০৮। ২২টি হাফ সেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৩০.৫২। তাঁর মোট রানরেট ৪০.২৫।
২০১৬-১৭ আইপিএল মরসুমে পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। মোট ৩০ ম্যাচ খেলেন তিনি। ২৭টি ইনিংসে ব্যাট করে ৫৭৪ রান করেছিলেন। চেন্নাই ও পুনে এই দুই দলের হয়ে আইপিএলে মোট ২২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।