চলতি বছরের আইপিএল-ই ছিল ধোনির শেষ আইপিএল? ২০২৫-এ আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মাঠে নামবেন না মহেন্দ্র সিং ধোনি? বুধবার সিএসকে-র পক্ষ থেকে ধোনিকে নিয়ে একটি বিবৃতি দেওয়ার পর থেকেই জল্পনা বেড়েছে।
শোনা যাচ্ছিল, চলতি বছর শেষদিকে আয়োজিত আইপিএল মেগা নিলামে ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে রাখা হতে পারে। তবে এবার শোনা গেল, আইপিএল টুর্নামেন্টের আগামী মরশুমে নাও খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস নাকি এবার তাঁকে নতুন দায়িত্ব দিতে চলেছে। আইপিএল টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়কের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি বলেই জানিয়েছেন চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন।
গত মরশুমেই মাহি দলের অধিনায়কত্ব ছেড়েছেন। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে দলের পারফরম্যান্স খুব ভাল ছিল না। এই পরিস্থিতিতে ২০২৫ আইপিএলের আগেই ধোনি অবসর গ্রহণ করতে পারেন, এমন গুঞ্জনও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে কাশী বিশ্বনাথনের এই ধোনিকে আনক্যাপড ক্যাটেগরিতে না রাখার সিদ্ধান্ত, মাহির অবসরের দিকেই ইঙ্গিত করে।