শনিবার আইএসএল অভিযানে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। রাত ৮টা থেকে ম্যাচ শুরু। এই ম্যাচে বাড়ি ফরবেন কীভাবে সমর্থকরা। এই নিয়েই চিন্তা বাড়ছিল। এবার সমর্থকদের পাশে এগিয়ে এল ক্লাব। পরিবহণ মন্ত্রীর কাছে রাতে যুবভারতী স্টেডিয়াম থেকে গাড়ির ব্যবস্থা নিয়ে চিঠি পাঠাল মোহনবাগান সুপার জায়ান্ট।
মোহনবাগানের পক্ষ থেকে ওই চিঠিতে লেখা হয়েছে। যুবভারতী থেকে উল্টোডাঙা, শিয়ালদহ, ধর্মতলা, সায়েন্স সিটি পর্যন্ত বাসের ব্যবস্থা করতে হবে। যাতে সমর্থকরা সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারেন। তিনটি অতিরিক্ত ট্রেন চালানোর আবেদনও করা হয়েছে। মোহনবাগান আশাবাসী, সমর্থকদের কথা ভেবে সাড়া দেবে মেট্রো কর্তৃপক্ষও।
আরও পড়ুন: শনিবার এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, কোথায় দেখা যাবে লাইভ সম্প্রচার
২৭ সেপ্টেম্বর, বেঙ্গালুরুর সঙ্গে যুবভারতীতে হোম ম্যাচ। সেই ম্যাচও শুরু হচ্ছে রাত ৮টা থেকে। তাই আগেভাগেই সমর্থকদের কথা ভেবে এই চিঠি মোহনবাগানের।