মহামেডানের (Mohammedan) ঘরে আরও একটা জয় । রোখা যাচ্ছে না মেহরাজউদ্দিনের ছেলেদের । মঙ্গলবার পাঠচক্রকে ৪ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল মহামেডান । দাপটের সঙ্গে খেলে আরও তিন পয়েন্ট ঝুলিতে ভরে নিয়েছে মহামেডান (Mohammedan SC VS Pathachakra) ।
মঙ্গলবার, প্রতিপক্ষ পাঠচক্রকে কার্যত আক্রমণের সুযোগই দিল না সাদা-কালো ব্রিগেড । প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলেছেন তাঁরা । ২৬ মিনিটে ডেভিড লালহানসাঙ্গার গোলে এগিয়ে যায় মহামেডান । দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে গোল করেন বিকাশ সিং ।
৮৪ মিনিটে আরও একটি গোল করেন বেনেস্টোন ব্যারেটো । আর সুজিত সিং চার নম্বর গোল করে জয় নিশ্চিত করেন । তবে, এই ম্যাচে প্রাণপণ লড়াই করে গিয়েছে পাঠচক্র । কিন্তু, মহামেডানের শক্তির কাছে টিকতে পারলেন না তাঁরা ।
আরও পড়ুন, Commonwealth Games News : অনেক খরচ, কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছাড়ল অস্ট্রেলিয়া
উল্লেখ্য, প্রথম ম্যাচে সিআরসি-কে ৭-০ গোলে হারিয়েছিল মহামেডান। এরপর ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল সাদা-কালো ব্রিগেড । এবার পাঠচক্রকে হারিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে মহামেডান । পরবর্তী ম্যাচ রয়েছে কালীঘাটের সঙ্গে ।