বিশ্বকাপ ফাইনালের আগে বেশ চিন্তায় ভারতীয় পেসার মহম্মদ শামি। রবিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মহম্মদ শামির (MS Shami) মা অঞ্জুম আরা। বাড়িতে প্রাথমিক চিকিৎসা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেমন আছেন তিনি এখনও তা জানা যায়নি।
বিশ্বকাপের প্রথম ৪ টে ম্যাচে মাঠেই নামানো হয়নি তাঁকে, ড্রেসিং রুমে বসে খেলা দেখেছিলেন মহম্মদ শামি। বিশ্বকাপ ফাইনালের আগে তাঁর দিকেই তাকিয়ে গোটা দেশ।
আরও পড়ুন - মোতেরায় কি পুনর্জন্ম হবে নতুন ধোনির! প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপ হিটম্যানের কাঁধেই
সেমিফাইনালে একা হাতে ৭ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া শামিই এখন টিম ইন্ডিয়ার মুকুটহীন সম্রাট। ঈশ্বর তাঁর ছেলে এবং দেশকে জিতিয়ে দেবেন, বিশ্বকাপ ফাইনালের আগে দৃঢ় বিশ্বাস ছিল শামির মায়ের। কিন্তু ফাইনালের আগে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়লেন।